মেয়েবেলার পর আবার একসঙ্গে মৌ-ডোডো! অর্পণ করলেন বিশেষ পোস্ট! দিলেন ধামাকা খবর

১৪ই জুন শেষ হয়েছে ‘মেয়েবেলা’র (Meyebela) শুটিং, শেষ সম্প্রচারের দিনটি ছিল ২৪শে জুন। চলতি বছরের ২৩শে জানুয়ারি শুরু হয়েছিল এই মেগা। টিআরপি (TRP) কম হলেও ধারাবাহিকটি (Bengaliserial) ছিল দর্শকদের বেশ প্রিয়। কিন্তু কম টিআরপি ৫ মাসেই ছিনিয়ে নিল মেগার স্থায়ীকাল। বর্তমানে প্রতিটি ধারাবাহিক টিকে রয়েছে নিজেদের টিআরপির উপর। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি, সেই ধারাবাহিকের স্থায়ীকাল তত বেশি। ইতির খাতায় এবার নাম লেখালো ‘মেয়েবেলা’ও।

রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর থেকেই ‘মেয়েবেলা’ ধারাবাহিকের টিআরপি পড়ে গিয়েছে বলাই যায়। সেক্ষেত্রে ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। অল্প মাসে শেষ হলেও ‘মেয়েবেলা’র শেষটা সেরা হতে চলেছে অন্যান্য দীর্ঘস্থায়ী ধারাবাহিকের এন্ডিং-এর থেকে, এমনটাই দাবি করছেন দর্শক। ‘মেয়েবেলা’র শেষ অনেকটাই অন্যরকম অন্যান্য ধারাবাহিকের থেকে। মেয়েবেলার নায়িকার চরিত্রে ছিলেন স্বীকৃতি মজুমদার।

পাশাপাশি নায়কের চরিত্রে ছিলেন অর্পণ ঘোষাল। উক্ত ধারাবাহিকের আকর্ষণীয় ট্যাগলাইন হল ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই এসেছিল সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’। তিন প্রজন্মের মেয়েদের গল্প নিয়ে এই মেগা। শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই গল্পের বিষয় থেকে সরে দাঁড়ালেও শেষটা কিন্তু প্রমান করে দেয় ‘মেয়েবেলা’র নামকরণের স্বার্থকথা। পাশাপাশি ধারাবাহিকের এই জুটিও বেশ প্রিয় ছিল দর্শকদের।

সম্প্রতি আবার তাঁরা ধরা দিয়েছেন একই ফ্রেমে। দুজনের পরনে বাঙালির প্রিয় শাড়ি ও পাঞ্জাবি। একেবারে বাঙালিয়ানা ফের মন করলেন তাঁরা। ছবিটি অর্পণ ঘোষাল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। তবে কি ফের ফিরছেন নতুন সিরিয়ালে? তাদের একসঙ্গে একই ফ্রেমে দেখে উত্তেজিত দর্শক। আর হবেই না কেন? নায়ক নিজে বিভ্রান্তিতে ফেলেছেন সকলে। ছবির সাথে ক্যাপশনে লিখেছেন, ‘শুটিং?? কিসের শুটিং!!’

যা দেখে বেশ চর্চা নেটদুনিয়ায়। তবে কি সত্যি কোনও ধারাবাহিকে ফিরছেন? নাকি এটা শুধুই একটা ফটো শ্যুট। এক নেটিজেন লিখেছেন, ‘সামনেই দুর্গাপুজো উপলক্ষ্য কোন বিজ্ঞাপনের শুটিং,,,, এটা আমার মনে হচ্ছে’। আবার কেউ লিখেছেন, ‘যাই হোক, চ্যানেল আর প্রোডাকশন দুজনেই এখন বুঝতে পারছে মেয়েবেলা কি ছিল। আশা করছি তোমাদের আবার একসাথে দেখতে পাবো’। তবে আদোও কিসের শুটিং তা নিশ্চিতভাবে জানা না গেলেও, আন্দাজ করা যাচ্ছে, এটা কোনও ধারাবাহিকের শুটিং নয় কেবলই ফটোশ্যুট।

Back to top button