সর্বদা মেয়েরাই কেন অগ্নিপরীক্ষা দেবে? এই প্রথম লীনা গাঙ্গুলি দিলেন সমাজকে শিক্ষা! নিজে যে চরিত্রহীন নয়, এবার রাধিকার কাছে সেই প্রমাণ দিতেই হবে অনির্বাণকে

অনির্বানের সঙ্গে রাধিকার বিয়ের পরও বাধা যেন কাটছেই না। অবশেষে দর্শকদের ইচ্ছামতোই সাত পাকে বাঁধা পড়ল তারা। বহু দর্শকদের অপেক্ষার অবসান। এরআগেও বিয়ের দিন বাধা এসেছিল, তবে সব বাধা পাড় করে বিয়ে সম্পন্ন হয়েছে। রাধিকা ও অনির্বানের এই শুভ পরিণয়ের জন্য অপেক্ষায় ছিল অনেকেই। এবার আরও কিছু সুন্দর মুহূর্তের অপেক্ষায়। কিন্তু তারাগেই আবার বিচ্ছেদ? উল্লেখ্য, অনির্বান ও রাধিকা জুটি দর্শকদের বেশ পছন্দ। এর আগেও এই জুটিকে দর্শক দেখেছে ‘মোহর’ ধারাবাহিকে। তাই ‘এক্কা দোক্কা’তে (Ekka Dokka) অনির্বান অর্থাৎ প্রতীকের এন্ট্রি হতেই সকলেই আবদার করে রাধিকা ও অনির্বানের জুটি হোক।

আর তাই দর্শকের কথা মতো লেখিকা সেই দিনটিকে নিয়ে চলেই এলেন। যদিও আগেই জানা গিয়েছে, বিয়ের দিনও আসতে চলেছে নতুন এক ট্যুইস্ট। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’। তবে গল্পের শুরুতে যে নায়ক ছিল, এখন সেই নায়কের জায়গা দখল করেছে অন্যজন। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। কিছু মাসের মধ্যে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দেয় অনেকটাই। ধারাবাহিকের প্রথমদিকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের।

রাধিকা-অনির্বানের সম্পর্কের টানাপোড়েন

পরবর্তীকালে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন দুজনে আলাদা হয়ে যায়। তারপরই গল্পে এন্ট্রি নেন ড: অনির্বান। গল্প ঘুরে যায় ড: অনির্বান ও রাধিকার দিকে। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। বহু অভিমান, রাগ ভুলে অনির্বান সিদ্ধান্ত নেয় রাধিকাকে বিয়ে করবে। রাধিকা ও অনির্বানের বিয়েতে উপস্থিত ছিল পোখরাজ, রঞ্জা সহ সকলেই। শেষমেশ ভাবে বিয়ে মিটলেও বিয়ের পরেরদিন শ্বশুরবাড়িতে আবার এল সমস্যা। কমলিনীর কিছু ভুল কথায় রাধিকা ভুল বুঝল অনির্বাণকে। তার মনে হয়েছে, অনির্বানের সঙ্গে কমলিনীর সম্পর্ক রয়েছে। আর তারফলেই আবার বিয়ে ভাঙার কথা তুলল রাধিকা।

প্রথমে বিয়ের ভাঙার কারণ রাধিকা না বললেও পরে অনির্বান পুরোটা বুঝতে পারে। অন্যদিকে বিয়ের পরের দিনেই বিয়ে ভাঙার কথা শুনে অবাক সকলেই। কমলিনীর কথায় রাধিকার মনে হয়েছে, হয়তো কমলিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল অনির্বানের। আমরা আগেই জেনেছি, রিসেপশনের শুটিং এখনও শুরু হয়নি। এমনকি শুটিং হয়নি ভাত কাপড়েরও। আপাতত বৌভাতের সকালের জন্য কিছু শুটিং হয়েছে। তবে পরের স্ক্রিপ্ট এখনও আসেনি। তবে কি গল্পে অন্যরকম মোড় আনতেই এসকল শুটিং করার প্রয়োজন হয়নি? তবে যাই হোক, এতটুকু স্পষ্ট, এক্কা দোক্কা’তে আসতে চলেছে জাকজমক পর্ব।

আরও পড়ুনঃ বিয়ে বয়কট করল রাধিকা! অনির্বাণ-রাধিকার সুখের দাম্পত্যের মাঝে কমলিনী! ফুলশয্যা হওয়ার আগেই অনির্বাণকে ডিভোর্স দেবে রাধিকা?

অনির্বানের নিজেকে সঠিক প্রমান

অনির্বান রাধিকাকে বলে সে কমলিনীকে সামনে এনেই প্রমান দেবে কমলিনী যেটা বলেছে ভুল। পাশাপাশি রাধিকা তার চরিত্রের উপর যে আঙ্গুল তুলছে, সেটাও ভুল। কমলিনীর সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। এবার এটাই দেখার অনির্বান নিজেকে নির্দোষ প্রমান করে রাধিকাকে কিভাবে আবার নিজের স্ত্রী হিসাবে ফায়ার পায়! দর্শকদের মনে এখন একটা প্রশ্ন, অনির্বান কি পারবে রাধিকাকে বুঝিয়ে নিজের মনের স্পষ্ট করতে? নাকি এবার অন্য এক ভুল বোঝাবুঝির দরুন অনির্বানের সঙ্গে বিয়েটা ভেঙে যাবে রাধিকার?

Back to top button