‘কবির আমার দাদা হয় ডাক্তারবাবু, এবার তো বিশ্বাস করুন’! দীপার কথায় কি মন গলবে সূর্যের? চমকদার পর্ব ফাঁস

বহুদিন ধরে একইরকমভাবে গল্প এগোতে দেখে দর্শক বিরক্তি প্রকাশ করছে। আমরা দেখেছি, সোনা-রূপা দুজনের সামনেই এসেছে সকল সত্য। কিন্তু বারংবার সূর্যের সামনে সব সত্যি আসার পরও কিছুভাবে সব ধামাচাপা পড়ে যাচ্ছে, আর তারপর গল্প এগোচ্ছে সেই একইভাবে। দর্শকরা এখন অপেক্ষায়, কবে দীপা ও সূর্যকে আবার একসঙ্গে সংসার করতে দেখবে। স্টার জলসার জনপ্রিয় এক চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।
প্রথম থেকেই বাংলার সেরা তকমা পেয়ে আসছে এই ধারাবাহিক। যদিও বেশকিছুদিন লাগাতার একইরকমের কিছু পর্বের জন্য বোরিং হয়ে উঠেছে ধারাবাহিক। তবে এবার শোনা যাচ্ছে, গল্পে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন মোড়। দীপার প্রতি ভালোবাসা থাকলেও মিশকার করা মিথ্যা রিপোর্টকে সত্যি ভেবেই সে দীপার প্রতি এখনও রেগে। বর্তমানে ধারাবাহিকে বেশ কিছুদিন ধরে চলেছে একইরকম একঘেয়ে ট্র্যাক।
অন্যদিকে সূর্য ও দীপার মধ্যে সমস্যার দরুন কষ্ট পাচ্ছে তাদের খুদে দুই সন্তান, যেটা বাস্তবেও আমরা অনেক ঘরে দেখতে পাই। বলাই যায়, দীপা ও সূর্যের মাঝে পড়ে এখন তাদের দুই খুদে সন্তানের শোচনীয় মানসিক অবস্থা। ধীরে ধীরে এবার দীপাই হয়তো প্রমান সহ সকল সত্য কথা তুলে ধরবে সূর্যের সামনে, এমনটাই আশা করছেন দর্শক। মিশকার পর্দা এবার হয়তো ফাঁস হতে চলেছে। বর্তমানে দীপার ছোট্ট মেয়ে রূপার জন্য উপার্জনের চেষ্টা চালাচ্ছে। এবং সে একজনের বাড়িতে মালির কাজও পায়।
উপার্জন করতে গিয়ে বিপদের মুখে দীপা
কিন্তু সেখানে কাজ করতে গিয়ে বিপদে পড়ে দীপা। সূর্যের রাজীব স্যারের শ্যালক পরাগ দীপার সঙ্গে বাজে ব্যবহার করে। আর ঠিক সেসময় সূর্য সেখানে উপস্থিত হয়ে পরাগের হাত থেকে দিপাকে রক্ষা করে। এমনকি রেগে তার গায়ে হাত তোলে। এবং স্বীকার করে দীপা তার স্ত্রী। সূর্যকে দীপার চরিত্র নিয়ে বাজে কথা বললে সূর্য বলে, ‘আমি দিপাকে ভালোভাবে চিনি, সে এরকম কিছুই করবে না’। যা শুনে দীপা অবাক হয়।
সূর্যের মনের ভুল দূর করানোর চেষ্টায় দীপা
বাবার এরূপ দেখে সোনা-রূপা খুব খুশি হয়। দীপা সূর্যকে বলে, আজ যখন সূর্য বিশ্বাস করছে, যে সে চরিত্রহীন নয়। তাহলে কবিরের বেলায় করছে না কেন? ‘কবির আমার দাদা হয়’, সেই কথা শুনে সূর্যের আবার তার রিপোর্টে কথা মনে পড়ে যায়। আর তখন সূর্য সে বিষয়ে আর কোনও কথা বলতে চায় না। এদিকে সোনার ধুলোতে অসুবিধা হতে দেখে রূপা সূর্যের গাড়ি নিজে নিজেই ধুতে থাকে, তাই দেখে সূর্যের খুব ভালো লাগে। সোনা ও রূপার এমন বন্ধন অনেকসময় সূর্যের মনে প্রশ্ন জাগায়। তবে দীপা হাল ছাড়েনি, সে আশা করে একদিন সূর্য দীপার কথা বুঝবে। তবে এবার আবার নতুন করে উপার্জনের উপায় খুঁজতে মরিয়া হয়ে ওঠে দীপা।