Tomader Rani: সুবোধের সাথেই রানীর বিয়ে ফাইনাল! বাবার বিরুদ্ধে কিভাবে বিয়ে রুখবে রানী? আসছে ধামাকা পর্ব

স্টার জলসার (Star Jalsha) জন্মদিন অর্থাৎ ৮ই সেপ্টেম্বর চ্যানেলে এসেছে ‘তোমাদের রানী’ (Tomader Rani)। এক অন্য ধরণের গল্প নিয়ে শুরু এই মেগা। ধারাবাহিকে নায়িকা রানীর (Rani) চরিত্রে অভিনয় করেছেন অভিকা মালাকার (Abhika Malakar) ও নায়ক দুর্জয়ের (Durjay) চরিত্রে অভিনয় করেছেন অর্কপ্রভ রায় (Arkoprovo Roy)

রানীর জীবনের নতুন মোড়

প্রোমো থেকে বোঝা যায়, রানী একজন ভালো মা, একজন ভালো স্ত্রী এবং একজন সফল ডাক্তার হওয়ার আশায় লড়াই করবে। গর্ভাবস্থার অ্যাডভান্স স্টেজে একটি মেডিক্যাল কলেজে রানী এন্ট্রান্স এক্সাম দিতে আসবে। কিন্তু তাঁর স্বামী দুর্জয় তার সেই মনোবল ভাঙার চেষ্টা করবে। রানীর দ্বারা চাকরি ও একজন ভালো মা- দুটো একসঙ্গে সম্ভব নয়, এমনটাই দাবি তার স্বামীর।

দুর্জয়ের দেওয়া সেই চ্যালেঞ্জ নিয়েই মেয়েটি পরীক্ষায় উত্তীর্ণ হবে, সুযোগ পাবে ডাক্তারি পড়ার। এরপরই শুরু হবে রানীর জীবনের নতুন লড়াই। রানীর এক বান্ধবীর সঙ্গে দুর্জয়ের দাদার বিয়ে ঠিক হয়েছে। রানীর যেটা একেবারেই পছন্দ নয়। তার কথায়, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়েটা করা উচিত নয়। এদিকে দুর্জয়ের সাথে প্রথমদিন থেকেই রানীর মনোমালিন্য শুরু হয়েছে।

দুর্জয়ের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়তে চলেছে রানী?

দুর্জয় একজন ডাক্তার, যার ডাক্তারি বিষয়ে বিশাল কনফিডেন্স। তাই দুর্জয়ের মায়ের তার ছেলেকে নিয়ে অনেক গর্ব। তবে রানী দূর্জয়ের এতো ইগো পছন্দ হয়না। এদিকে বাড়িতে রানীর দাদারা রানীর বিয়ে দিয়ে দেওয়ার কথা ভাবে। আসলে মেয়ে বলে বাড়ির বোঝ মনে করে রানীকে। কিন্তু রানী পড়াশোনায় ভালো। তাই সে নিজের পায়ে দাঁড়াতে চায়, ডাক্তার হতে চায়। কিন্তু বাড়িতে কেউ তার কথায় পাত্তা দেয় না।

বাবার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবে রানী?

রানীর বাবা রানীর সঙ্গে সুবোধ রায় বলে একজনের বিয়ে ঠিক করে। যা শুনে রানীর মন ভেঙে যায়। সে বাবাকে বোঝানোর চেষ্টাও করে। কিন্তু আমরা দেখেছি রানীর সঙ্গে বিয়ে হবে দুর্জয়ের। তবে এখনও তাদের মধ্যে কোনও সম্পর্ক শুরু হয়নি। তবে কিকরে রানীর সঙ্গে দুর্জয়ের নতুন সম্পর্ক গড়ে উঠবে? আর তারপর সন্তানের সঙ্গে রানী নতুন জীবনে পাড়ি দেবে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button