‘বলিউড ডাকলেও টলিউড পছন্দ করে না, কাজ দেয় না’! দেব, জিতকে নিয়ে বিস্ফোরক অনুরাগের ছোঁয়ার ‘কমেডি ঠাকুমা’ তনিমা

তিনি অভিনয় পেশায় আসবেন এমন ভাবনা ঘুণাক্ষরেও তার মাথায় আসেনি। উত্তর কলকাতার বর্ধিষ্ণু পরিবারের মেয়ের বিয়ে হয়েছিল সল্টলেকে। ভীষণ রকম প্রাণবন্ত, মিশুকে। পাড়ার পুজোয় প্যান্ডেলে ‘মেঘে ঢাকা তারা’ মঞ্চস্থ হবে ঠিক হল। পাড়ার সবাই মিলেই অভিনয় করবেন। আর মূল চরিত্র নীতার ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেওয়া হল পাড়ার নতুন বউ তনিমাকে। সেই প্রথম অভিনয়।
প্রথমবারেই তনিমার অভিনয় সকলকে মুগ্ধ করে দেয়। তার অভিনয় এতটাই ভাল হয়েছিল যে যাঁরা প্যান্ডেলে ঠাকুর দেখতে আসছিলেন তারাও নাকি অভিনয় দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। অনেকে তনিমাকে দেখে পেশাদার অভিনেত্রীই ভেবেছিলেন। তারপর কেটে গেছে বহু বছর আজ তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ তারকা। তনিমা সেনকে চেনেন না এমন লোক বাংলায় খুঁজে পাওয়া ভার। তার মতো কৌতুকাভিনেত্রী পাওয়া বিরল।
তবে এখন ভীষণ রকম টাইপকাস্ট হয়ে গেছেন তিনি। শুধুমাত্র নেগেটিভ চরিত্রে অভিনয়ের অফার পাচ্ছেন। জলসার অনুরাগের ছোঁয়ায় নেগেটিভ চরিত্রেই অভিনয় করছেন তিনি। তবে সেখানে স্বভাবসিদ্ধ ভাবে মিশিয়েছেন কৌতুকরস। কারণ তাকে শুধুমাত্র নেগেটিভ চরিত্রে গ্রহণ করেন না দর্শকরা। কারণ এখনও তিনি দর্শকদের চোখে ভীষণ পজিটিভ একজন মানুষ।
১৯৮৫ সালে সুপ্রিয়া দেবীর সঙ্গে অভিনয় দিয়ে পেশাদার নাটকের দুনিয়ায় প্রবেশ করেন তনিমা সেন। স্টার থিয়েটারে সেই ‘বালুচরি’ নাটকে সুপ্রিয়া দেবীর বিপরীতে অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। _কাঁচের পুতুল’, ‘স্বীকারোক্তি’ আর ‘ঘরজামাই’ একাধিক সব বিশাল সাফল্য মন্ডিত সব নাটক রয়েছে তার ঝুলিতে।
সেইসঙ্গে অসংখ্য সিনেমা, সিরিয়ালে তার নজরকাড়া সব কাজ। কিন্তু অভিনেত্রী তনিমা সেনকে চেনেন। কিন্তু লেখক তনিমা সেনকে কত জন চেনেন? তনিমা সেন কিন্তু ভীষণ ভালো লেখেনও। হেমন্ত মুখোপাধ্যায়ের চরম ভক্ত এই মানুষটা অকপটে বলেন এখনকার দিনে শিল্পীদের মধ্যে সেই আগের মতো টানটা নেই। সবাই যে যার পিঠ বাঁচাতে ব্যস্ত। আবার বলেন, আসলে কি জানেন, হয়তো আমিই ঠিক মানিয়ে নিতে পারছি না।
দেব, জিতের প্রযোজনা সংস্থা থেকে কাজ না পাওয়া প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী?
এই বিষয়ে অভিনেত্রীর স্পষ্ট কথা আমাকে পছন্দ করেনা বলে হয়ত ডাকে না! দর্শকরা তো ভালই বলে। ওরাও ভালো ভাবেই কথা বলে কিন্তু কাজ দেয় না। আর যেচে কাজ চাইতে আমি পারব না । তবে অভিনেত্রী জানিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি মনে না রাখলেও এখনও বলিউড থেকে কাজের অফার পান তিনি। কিন্তু তিনি ভীষণ ঘরকুনো। নিজের ফাঁকা ঘর আঁকড়েই বেঁচে রয়েছেন তিনি।