বলিউডে Big Break! এবার হিন্দি সিনেমায় ‘বং ক্রাশ’ মধুমিতা সরকার! সঙ্গে থাকছেন বলিউড কাঁপানো নায়ক

গঙ্গার পাড় ছেড়ে আরব সাগরের পাড়ে বিভিন্ন সময় পা রেখেছেন এই বাংলার বহু প্রতিভাময়ী এবং প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা। যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায় একাধিক সমস্ত নাম।

এছাড়াও বহু টেলিভিশন অভিনেত্রী অনেক সময় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন হিন্দি ছবিতে। তবে মুখ্য চরিত্রে খুব বেশি অভিনয় করেননি। তবে এবার হিন্দি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। টেলিভিশনের দুনিয়া থেকে উত্তরণ হয়েছিল এই অভিনেত্রীর। এরপর ওয়েব সিরিজ, সিনেমা, বিনোদনের সমস্ত ক্ষেত্রেই পা রেখেছেন তিনি। আর এবার তিনিই বাংলা ছেড়ে পা রাখতে চলেছেন ‌বলিউডে।

পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হতে চলা এই ছবির নাম ‘ফর্জ’। উল্লেখ্য, মধুমিতার বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন বলিউডি অভিনেতা তনুজ ভিরওয়ানি। ২০১৭ সালে ইনসাইড এজ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে দেখা মিলতে চলেছে আরও এক বাঙালি অভিনেতার তিনি অনিন্দ্য চট্টোপাধ্যায়।

জানা গেছে, হিন্দি ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্য়েই হিন্দি ভাষার ওপর দখল বাড়াতে শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী। এই ছবির গল্প ও চিত্রনাট্য় সাজিয়েছেন দেবরাতি মুখোপাধ্যায়। এই ছবিটি মূলত হতে চলেছে একটি প্রেমের গল্প।

জানা গেছে, এই ছবির শুটিং হবে কলকাতা এবং ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন লোকেশনে। অভিনেত্রীর পোস্ট অনুযায়ী, আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই ছবির শুটিং। এই ছবিতে অভিনয় করতে চলেছেন যে সমস্ত অভিনেতারা তারা হলেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব সহ একাধিক সব জনপ্রিয় অভিনেতা।

Back to top button