‘অপরাজিতা অপু’র পর আবার‌ও টেলিভিশনের পর্দায় ধামাকা করতে আসছেন ছোট পর্দার ‘ভজ গোবিন্দ’ রোহন! বিপরীতে থাকছেন চমকে দেওয়া এই নায়িকা!

বাংলা টেলিভিশনের পর্দায় এখন ধারাবাহিকের জোয়ার লেগেছে। নতুন, পুরনো কত মুখের দেখা মিলছে ধারাবাহিকের দুনিয়ায়। জি বাংলা হোক বা স্টার জলসা দুই চ্যানেল মিলিয়েই অজস্র, অসংখ্য ধারাবাহিক আবার‌ও শুরু হয়েছে।

এই মুহূর্তে দুই চ্যানেলের পাইপ লাইনে আর কোন‌ও নতুন ধারাবাহিক নেই এমনটা শোনা গেলেও আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে আসতে চলেছে আরও বেশ কয়েকটি নতুন ধারাবাহিক বলে শোনা যাচ্ছে। আর জানা যাচ্ছে নতুন সেই ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন ‘ভজ গোবিন্দ’, ‘অপরাজিতা অপু’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মূল অভিনেতা রোহন ভট্টাচার্য।

‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে ‘ভাসান বাপি’ হিসেবে তাকে দেখেছে দর্শক। এছাড়াও ওয়েব সিরিজও করে ফেলেছেন এই অভিনেতা। তবে শোনা যাচ্ছে ব্লুজ প্রোডাকশনের আন্ডারে নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন তিনি। আসলে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে বেশিরভাগ ধারাবাহিক‌ই নারী কেন্দ্রিক। আর সেই একঘেয়েমি কাটাতেই আবারও পুরুষকেন্দ্রিক ধারাবাহিকে দেখা যাবে রোহান ভট্টাচার্যকে বলে জানা যাচ্ছে।

শোনা যাচ্ছে আবার‌ও পুরনো চ্যানেল স্টার জলসার হাত ধরতে চলেছেন রোহন। যদিও তার বিপরীতে এই মুহূর্তে নায়িকা চরিত্রকে অভিনয় করবেন তা এখনও নির্ধারিত না হলেও গুঞ্জন তার বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। যদিও সেটা গুঞ্জন মাত্র। শোনা যাচ্ছে স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরেই আবারও ধারাবাহিকের পর্দায় ফিরছেন রোহন। এমনকি সেই সংক্রান্ত একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শেয়ার করেন অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই অভিনেতার প্রাক্তন প্রেমিকা সৃজলা গুহ আবার‌ও ধারাবাহিকে ফিরেছেন বলে গুঞ্জন উঠেছিল। যদিও সেই গুঞ্জন ন্যাসাৎ করে দেন নায়িকা।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই অবশ্য বাংলা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন রোহন। আসলে রোহনের শেয়ার করা একটি ছবি সোশ্যাল মাধ্যমে হইচই ফেলে দেয়। এই ছবিটি শেয়ার করেন অভিনেতা নিজেই। সেই ছবিটিতে রোহনকে দেখা গিয়েছিল, মুম্বইয়ের যশরাজ ফিল্ম স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকতে। সেখানে তাঁর পরনে রয়েছে হাল্কা নীলচে রঙের ডেনিম ও বাদামি রঙের টি-শার্ট। চোখে সানগ্লাস ও পায়ে বুটস পরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন রোহন। এই ছবিটি পোস্ট করে রোহন লেখেন ‘ভিউ’। সেই ছবির প্রসঙ্গে রোহন জানিয়েছিলেন, তিনি যশরাজ ফিল্মসে একটি মিটিং-এ গিয়েছিলেন। আর তখন‌ই বাইরে বেরিয়ে ছবিটি তোলেন রোহন। তবে তিনি যশরাজের প্রযোজনায় অভিনয় করছেন কিনা, সেই নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

Back to top button