রেশমির জন্য গুড্ডিকে ছেড়ে দিল অঙ্কুশ! ‘মেয়েদের দাম নেই, আত্মমর্যাদা নেই, যখন যার মনে হবে ছেড়ে দেবে’! হতাশ দর্শক

সকল বাধা-বিপত্তি পেরিয়ে শেষমেশ এক হয়েছে গুড্ডি-অঙ্কুশ! এরআগেও যদিও আমরা অনেকবার গুড্ডির বিয়ে দেখেছি। তবে এই বিয়েটা দর্শকদের জন্য বেশ অন্যরকম। কেউ সেটাকে ভালোভাবে দেখছেন, আবার কেউ সেটা নিয়ে শুরু করে দিয়েছেন ট্রোল। কিছুদিন আগেই দর্শকদের অবাক করে ‘গুড্ডি’তে এসেছিল এক নতুন ট্যুইস্ট। দীর্ঘ ১৮ বছর পর ফিরে আসে অনুজের মতো দেখতে হুবহু এক ব্যক্তি। প্রথমে গুড্ডি তাকে অনুজ ভাবলেও পড়ে সে বুঝতে পারে নতুন আসা ব্যক্তিটি অনুজ নয়, বরঞ্চ সে সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। নতুন এই ব্যক্তির নাম অঙ্কুশ ভাটিয়া।
প্রথমে অঙ্কুশকে গুড্ডি নিজেই পুলিশের হাতে তুলে দেয়। পরে গুড্ডি নিজেই তার হয়ে আদালতে লড়ে তাকে নির্দোষ প্রমাণিত করে। উল্লেখ্য, স্টার জলসার জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। অনুজের মৃত্যুর পর ‘গুড্ডি’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যায়। তবে বর্তমান পর্ব দেখে অনেকেরই ধারণা যে ‘গুড্ডি’র এখনও অনেকটা পথ চলা বাকি। অনুজের মৃত্যুর কিছুদিনের মধ্যেই ‘গুড্ডি’র গল্প এগিয়ে গেছে ১৮ বছর। নতুন রূপে ফিরে এসেছে গুড্ডির মেয়ে রেশমি ও অনুজের ছেলে পুবলু। ভালো নাম ঋতাভরী ও ঋতুরাজ।
গুড্ডি-অঙ্কুশের গাঁটছড়া
মজার ব্যাপার এই দুই চরিত্রে আবারও ফিরে এসেছে গুড্ডি অর্থাৎ শ্যামৌপ্তি মুড়লী ও অনুজ অর্থাৎ রণজয় বিষ্ণু। একই তারকা অভিনয় করছেন এখন ঋতুরাজ ও ঋতাভরীর চরিত্রে। অর্থাৎ ঋতাভরী ও ঋতুরাজ নাম নিয়ে তাদের আবার নতুন গল্প শুরু। এই জুটিকে বেশ পছন্দ করে দর্শক। সবকিছু ঠিকই যাচ্ছিল, হঠাৎ গুড্ডির জীবনে ফিরে আসে অনুজের মতো দেখতে আরেক ব্যক্তি অঙ্কুশ। গুড্ডি অঙ্কুশকে খুনের দোষারোপ থেকে মুক্ত করে। আর তারপরই গুড্ডি সিদ্ধান্ত নেয় সে অঙ্কুশকে বিয়ে করবে। তাদের বিয়েও ভালোভাবে সম্পন্ন হয়।
গুড্ডি ও অঙ্কুশের জীবনে বাধা হয়ে দাঁড়ায় রেশমি
দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করে। কিন্তু পুবলু ও রেশমি কেউ এই বিয়ে প্রথম থেকেই মেনে নিতে পারেনি। এই বয়সে এসে অঙ্কুশ ও গুড্ডির বিয়ে দেখে দর্শকমহলে যেমন ট্রোল হচ্ছে। আবার অনেকেই তাদের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন। অঙ্কুশ অপরাধ জগৎ থেকে পুরোপুরি সরে এসে গুড্ডির সঙ্গে সংসার মুখী হয়। পড়ে পুবলু মেনে নিলেও রেশমি অঙ্কুশের নাম পুলিশে অভিযোগ জানায়। আর তাই নিয়ে শুরু হয়ে গুড্ডি ও অঙ্কুশের জীবনের নতুন লড়াই। প্রতিপদে অঙ্কুশকে রেশমি অপমান করে।
গুড্ডিকে একা রেখে চলে গেল অঙ্কুশ
যদিও গুড্ডি রেশমির সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিতে চাইলেও রেশমি তাদের জীবনে বারংবার বাধা হয়ে দাঁড়ায়। অঙ্কুশের জন্য নিজের মেয়ের বিরুদ্ধেও লড়ে গুড্ডি। কিন্তু শেষমেশ পরিস্থিতির চাপে পড়ে অঙ্কুশ গুড্ডিকে ছেড়ে চলে যায়। যা বিশাল ভাবে আঘাত করে গুড্ডিকে। উক্ত পর্ব দেখে দর্শকরাও অঙ্কুশকে খারাপ বলতে শুরু করে। এতদিন যে নিজের মানুষগুলোর সাথে লড়ে ভালোবাসার মানুষের হাত শক্ত করে ধরে রেখেছিল, আজ সেই ছেড়ে চলে গেল। ‘মেয়েদের কোনো দাম নেই কোনো আত্মমর্জাদা নেই। যখন যার মনে হবে এইভাবে মেয়েদের ছেড়ে চলে যায়!’ প্রশ্ন দর্শকদের।
View this post on Instagram