ফিরে এল মোহর ম্যাজিক, ফুলশয্যা হল বলে! গল্প ‘রাধিরাজ’ থেকে বেরিয়ে গেলেও রাধিকা-অনির্বাণের প্রেম লীলায় বুঁদ দর্শককুল! কী মায়া…

বাংলা টেলিভিশনের দুনিয়ায় স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) মধ্যে প্রতিমুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে। আর এই দুই চ্যানেলের বিভিন্ন সব ধারাবাহিক দেখে নিজেদের চোখেদের তৃপ্তি দেন বাংলা টেলিভিশন প্রেমী দর্শকরা। এই মুহূর্তে স্টার জলসার পর্দায় দর্শকদের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা।

প্রসঙ্গত উল্লেখ্য, লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে এই ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ ভালোই জায়গা দখল করেছিল। মাঝে একটু টালমাটাল পরিস্থিতি হ‌ওয়ায় এই ধারাবাহিকে বিরাট বিরাট সব চমক নিয়ে আসেন লেখিকা। এই ধারাবাহিকে জুটি হিসেবে ফিরেছিলেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha) ও অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulick)

যদিও এই ধারাবাহিকের আগে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে মোহর ধারাবাহিকে সোনামণির সঙ্গে প্রতীক সেনের জুটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। তারপর সেই জনপ্রিয় জুটি ভেঙে তৈরি করা হয় দুটি জুটি। এক্কাদোক্কা (Ekka Dokka) ধারাবাহিকে ফেরেন সপ্তর্ষি ও সোনামণি অন্যদিকে সাহেবের চিঠি ধারাবাহিকে দেবচন্দ্রিমার বিপরীতে ফেরেন প্রতীক সেন।

কিন্তু খুব অল্প সময় চলার পরই বন্ধ হয়ে যায় সাহেবের চিঠি। আর তারপর সবাইকে চমকে দিয়ে সেই ধারাবাহিকের নায়ক প্রতীক সেনকে এক্কাদোক্কা ধারাবাহিকে নিয়ে আসেন লীনা গঙ্গোপাধ্যায়। সোনামণি এবং প্রতীকের জুটি আগে থেকেই হিট হওয়ায় মনেই করা হয়েছিল এবার ভেঙে যাবে সপ্তর্ষি ও সোনামণির জুটি। প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের সপ্তর্ষির চরিত্রের নাম পোখরাজ, সোনামনির চরিত্রের নাম রাধিকা এবং প্রতীকের চরিত্রের নাম অনির্বাণ।

আর ভাবনা অনুযায়ী কাজ হল পোখরাজ রাধিকার সম্পর্ককে ভেঙে দিয়ে তৈরি করা হলো দুটি নতুন জুটি। পোখরাজের জীবনী নিয়ে আসা হলো রঞ্জাবতী নামক একটি নারী চরিত্রকে। যার সঙ্গে এক রকম জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়া হয় পোখরাজের। যদিও মনে মনে রাধিকাকেই ভালবাসত পোখরাজ কিন্তু পরবর্তীতে রঞ্জাবতীকে নিজের স্ত্রীর মর্যাদা দেয় সে।

অন্যদিকে অনির্বাণ রাধিকার প্রেমে পড়ে। যদিও তাদের প্রেম কাহিনী খুব একটা মসৃণ হয়নি, কন্টক বিছানো পথ পেরিয়ে অবশেষে চার হাত এক হয়েছে রাধিকা-অনির্বাণের। তাদের বিয়ে, বিয়ে পরবর্তী প্রেমমূলক কথাবার্তা, প্রেম জীবন দেখে মুগ্ধ তাদের ভক্ত অনুগামীরা। অবলীলায় তারা বলছেন এ যে এক্কাদোক্কা নয়। ফিরে এসেছে মোহর ম্যাজিক!

Back to top button