বিয়ে বয়কট করল রাধিকা! অনির্বাণ-রাধিকার সুখের দাম্পত্যের মাঝে কমলিনী! ফুলশয্যা হওয়ার আগেই অনির্বাণকে ডিভোর্স দেবে রাধিকা?

অনির্বানের সঙ্গে রাধিকার বিয়ের (Anirban Radhika marriage) পরও বাধা যেন কাটছেই না। অবশেষে দর্শকদের ইচ্ছামতোই সাত পাকে বাঁধা পড়ল তারা। বহু দর্শকদের অপেক্ষার অবসান। এরআগে যদিও বিয়ের দিন বাধা পড়েছে, তবে সব বাধা পাড় করে বিয়ে সম্পন্ন হয়েছে। রাধিকা ও অনির্বানের এই শুভ পরিণয়ের জন্য অপেক্ষায় ছিল অনেকেই। এবার আরও কিছু সুন্দর মুহূর্তের অপেক্ষায়। কিন্তু তারাগেই আবার বিচ্ছেদ? উল্লেখ্য, অনির্বান ও রাধিকা জুটি দর্শকদের বেশ পছন্দ। এর আগেও এই জুটিকে দর্শক দেখেছে ‘মোহর’ ধারাবাহিকে। তাই ‘এক্কা দোক্কা’তে (Ekka Dokka) অনির্বান অর্থাৎ প্রতীকের এন্ট্রি হতেই সকলেই আবদার করে রাধিকা ও অনির্বানের জুটি হোক।

আর তাই দর্শকের কথা মতো লেখিকা সেই দিনটিকে নিয়ে চলেই এলেন। যদিও আগেই জানা গিয়েছে, বিয়ের দিনও আসতে চলেছে নতুন এক ট্যুইস্ট। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’। তবে গল্পের শুরুতে যে নায়ক ছিল, এখন সেই নায়কের জায়গা দখল করেছে অন্যজন। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’। কিছু মাসের মধ্যে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দেয় অনেকটাই। ধারাবাহিকের প্রথমদিকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের।

পরবর্তীকালে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন দুজনে আলাদা হয়ে যায়। তারপরই গল্পে এন্ট্রি নেন ড: অনির্বান। গল্প ঘুরে যায় ড: অনির্বান ও রাধিকার দিকে। আর তখনই খেপে ওঠে পোখরাজ ভক্তরা। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহ। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। এরপরই দর্শকদের মনে এটাই প্রশ্ন জাগে ধারাবাহিকের আসল নায়ক কে! দর্শক চেয়েছিলেন, পোখরাজ ও রাধিকাকে মেন্ লিডে রেখেই দুই ভিন্ন প্রান্তে এগোক ধারাবাহিক। কিন্তু তা হয় না, শুধুমাত্র রাধিকার গল্পই দেখিয়ে যাচ্ছেন লেখিকা।

ধারাবাহিকের লিড রোলে ছিল পোখরাজ। এদিকে বর্তমানে তাকে পুরোপুরি সাইড করে দেওয়া হয়েছে। যদিও ধারাবাহিকের এই বিয়ের পর্বে সেই রাগ আবার কিছুটা শান্ত হয়েছে। বহু অভিমান, রাগ ভুলে অনির্বান সিদ্ধান্ত নেয় রাধিকাকে বিয়ে করবে। রাধিকা ও অনির্বানের বিয়েতে উপস্থিত ছিল পোখরাজ, রঞ্জা সহ সকলেই। সব ঠিক ভাবে বিয়ে মিটলেও বিয়ের পরেরদিন শ্বশুরবাড়িতে আবার এল সমস্যা। কমলিনীর কিছু ভুল কথায় রাধিকা ভুল বুঝল অনির্বাণকে। তার মনে হয়েছে, অনির্বানের সঙ্গে কমলিনীর সম্পর্ক রয়েছে। আর তারফলেই আবার বিয়ে ভাঙার কথা তুলল রাধিকা।

আরও পড়ুনঃ অনস্ক্রিনের নেপথ্যের বড় চমক ফাঁস! ফ্রক পরে পঞ্চমীর পাশে পুত্র তারক! এই খুদে আসলে ছেলে না মেয়ে?

যদিও বিয়ের ভাঙার কারণ এখনও রাধিকা প্রকাশ করেনি। তবে বিয়ের পরের দিনেই বিয়ে ভাঙার কথা শুনে অবাক সকলেই। অনির্বান কি পারবে রাধিকাকে বুঝিয়ে নিজের মনের স্পষ্ট করতে? নাকি এবার অন্য এক ভুল বোঝাবুঝির দরুন অনির্বানের সঙ্গে বিয়েটা ভেঙে যাবে? আমরা আগেই জেনেছি, রিসেপশনের শুটিং এখনও শুরু হয়নি। এমনকি শুটিং হয়নি ভাত কাপড়েরও। আপাতত বৌভাতের সকালের জন্য কিছু শুটিং হয়েছে। তবে পরের স্ক্রিপ্ট এখনও আসেনি। তবে কি গল্পে অন্যরকম মোড় আনতেই এসকল শুটিং করার প্রয়োজন হয়নি? তবে যাই হোক, এতটুকু স্পষ্ট, এক্কা দোক্কা’তে আসতে চলেছে জাকজমক পর্ব।

Back to top button