স্ক্রিপ্ট এখনও আসেনি! আদৌ কি হবে রাধিকা-অনির্বাণের বৌভাত? জানুন ‘এক্কা দোক্কা’র নতুন গল্প

অবশেষে অনির্বানের জন্য সিঁথিতে সিঁদুর পড়ল রাধিকা। সাত পাকে বাঁধা পড়ল তারা। বহু দর্শকদের অপেক্ষার অবসান। যদিও বিয়ের দিন বাধা পড়েছে, তবে সব বাধা পাড় করে বিয়ে সম্পন্ন হয়েছে। রাধিকা (Radhika)অনির্বানের (Anirban) এই শুভ পরিণয়ের জন্য অপেক্ষায় ছিল অনেকেই। এবার আরও কিছু সুন্দর মুহূর্তের অপেক্ষায়। উল্লেখ্য, অনির্বান ও রাধিকা জুটি দর্শকদের বেশ পছন্দ। এর আগেও এই জুটিকে দর্শক দেখেছে ‘মোহর’ ধারাবাহিকে। তাই ‘এক্কা দোক্কা’তে (Ekka Dokka) অনির্বান অর্থাৎ প্রতীকের এন্ট্রি হতেই সকলেই আবদার করে রাধিকা ও অনির্বানের জুটি হোক।

আর তাই দর্শকের কথা মতো লেখিকা সেই দিনটিকে নিয়ে চলেই এলেন। যদিও আগেই জানা গিয়েছে, বিয়ের দিনও আসতে চলেছে নতুন এক ট্যুইস্ট। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’। তবে গল্পের শুরুতে যে নায়ক ছিল, এখন সেই নায়কের জায়গা দখল করেছে অন্যজন। দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয় স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। কিছু মাসের মধ্যে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দেয় অনেকটাই। ধারাবাহিকের প্রথমদিকে রাধিকা এবং পোখরাজ দুজনেরই জুটি বেশ প্রিয় ছিল দর্শকদের।

পরবর্তীকালে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুন দুজনে আলাদা হয়ে যায়। তারপরই গল্পে এন্ট্রি নেন ড: অনির্বান। গল্প ঘুরে যায় ড: অনির্বান ও রাধিকার দিকে। আর তখনই খেপে ওঠে পোখরাজ ভক্তরা। রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহ। অন্যদিকে পোখরাজের জীবনে এন্ট্রি নেয় রঞ্জা। এরপরই দর্শকদের মনে এটাই প্রশ্ন জাগে ধারাবাহিকের আসল নায়ক কে! দর্শক চেয়েছিলেন, পোখরাজ ও রাধিকাকে মেন্ লিডে রেখেই দুই ভিন্ন প্রান্তে এগোক ধারাবাহিক। কিন্তু তা হয় না, শুধুমাত্র রাধিকার গল্পই দেখিয়ে যাচ্ছেন লেখিকা।

ধারাবাহিকের লিড রোলে ছিল পোখরাজ। এদিকে বর্তমানে তাকে পুরোপুরি সাইড করে দেওয়া হয়েছে। যদিও ধারাবাহিকের এই বিয়ের পর্বে সেই রাগ আবার কিছুটা শান্ত হয়েছে। বহু অভিমান, রাগ ভুলে অনির্বান সিদ্ধান্ত নেয় রাধিকাকে বিয়ে করবে। রাধিকা ও অনির্বানের বিয়েতে উপস্থিত ছিল পোখরাজ, রঞ্জা সহ সকলেই। আর সেখানে ফের পোখরাজকে দেখে আরও বেশি তার উপর ভালোবাসা বেড়ে গেল দর্শকদের। তবে এরপর আর কি কি লেখিকা দেখাতে চলেছেন, তা নিয়ে অধীর আগ্রহে দর্শক।

এবার এক্কা দোক্কা’র উনিটের কাছ থেকে সেই প্রসঙ্গের কিছু উত্তর মিলল। জানা গিয়েছে, রিসেপশনের শুটিং এখনও শুরু হয়নি। এমনকি শুটিং হয়নি ভাত কাপড়েরও। ইতিমধ্যে বৌভাতের সকালের জন্য কিছু শুটিং হয়েছে। তবে পরের স্ক্রিপ্ট এখনও আসেনি। তাই আসলে কি হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। ভ্যাট কাপড় ও রিসেপশন হবে কিনা তা জানা যাবে দুদিন পর। তবে যাই হোক, এতটুকু স্পষ্ট, এক্কা দোক্কা’তে আসতে চলেছে জাকজমক পর্ব।

Back to top button