মায়ের ইচ্ছাই সর্বানী আর রামপ্রসাদের দূরত্ব মেটাবে! আসছে তাদের সন্তান! সর্বানীর হাতে একজোড়া শাখা দিয়ে বিদায় নিলেন ‘মা’

সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘রামপ্রসাদ’ (Ramprasad)। ধারাবাহিকটির প্রোমো এসে গেলেও স্লটের অভাবে বহুদিন সম্প্রচারের অপেক্ষা করতে হয়। বহুদিন আগেই প্রোমো প্রকাশ পায়। অপেক্ষায় ছিল শুধু কোনও পুরোনো ধারাবাহিকের বন্ধ হওয়ার। উল্লেখ্য, বর্তমানে যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিক তত বেশি স্থায়ী।

টিআরপির অভাবেই তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। তারবদলে আসছে নতুন ধারাবাহিক। আবার অপেক্ষায় বসে রয়েছে কিছু। এরইমধ্যে বহুদিন ধরে অপেক্ষায় ছিল ‘রামপ্রসাদ’ (Ramprasad)। সদ্য শুরু হওয়া ‘রামপ্রসাদ’এ আসতে চলেছে নতুন মোড়। এই ‘রামপ্রসাদ’ ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন বহু জনপ্রিয় পুরোনো মুখ।

ramprasad bangla serial

ধারাবাহিকে রয়েছেন অনেক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রী। জীবনসঙ্গিনীর স্মৃতি আঁকড়েই এই মেগার মধ্যে দিয়ে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন রামপ্রসাদ চরিত্রে অভিনেতা সব্যসাচী চৌধুরী। রামপ্রসাদ ও সর্বানীকে বেশ পছন্দ করছেন দর্শক। ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার সাথে সাথে একের পর এক দুধর্ষ মুহূর্ত সামনে আসছে দর্শকদের কাছে।

কালী ভক্তদের কাছে ‘মা’কে দর্শনের এ যেন এক সুবর্ণ সুযোগ। যেরূপ সব্যসাচীর অভিনয়, সেরূপ সুম্মিলি আচার্য এবং অভিনেত্রী পায়েল দের অভিনয়। অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তাঁরা। কালী মা কেন রামপ্রসাদের ঘরে রয়েছে, এ নিয়ে অনেক দর্শক অনেক প্রশ্ন করেছেন, কিছু দর্শকের হাজারও প্রশ্নের, হাজারও অভিযোগের যোগ্য জবাব দিয়ে এবার রামপ্রসাদ এর বাড়ি ছেড়ে মা চলে গেলেন।

ramprasad sarbani

তিনি রামপ্রসাদ আর সর্বানীকে সংসার জীবনে আবদ্ধ করার উদ্দেশ্য নিয়েই যে এই বাড়িতে এসেছিলেন, তা স্পষ্ট করলেন কালী মা’। যাওয়ার আগে একজোড়া শাখা দিয়ে গেলেন সর্বানীকে। বর্তমানে সর্বানী প্রেগনেন্ট। সঙসারের সকল টানাপোড়েন থেকে এই শাখাই তাদের রক্ষা করবে। এরআগেও রামপ্রসাদকে সর্বদা আগলে রেখেছে।

Back to top button