মাস্টারশেফ জিতে ঐশানী সেলিব্রিটি! শংকর-ঐশানীর এতদিনের ভালোবাসার মাঝে এবার এল ইগোর লড়াই! ঐশানী কি পারবে কালো মেঘ সরাতে?

স্টার জলসার (Star Jalsha) এক অন্যতম ধারাবাহিক হল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। ধারাবাহিকের মেন্ লিড চরিত্রে রয়েছেন শঙ্কর আর তার নববিবাহিত স্ত্রী ঐশানী। তাদের মিষ্টিমধুর সম্পর্ক নিয়েই এই ধারাবাহিকের কাহিনী এগিয়ে চলে। প্রেক্ষিতে থাকে তাদের বাড়ির মূল ব্যবসা, তাদের ‘হরগৌরী পাইস হোটেল’। একদিকে পাইস হোটেলের মধ্যে এবার উষ্ণ আঁচে রান্নার আমেজি গন্ধ, অন্যদিকে তাদের ভালোবাসার গল্প।

উক্ত ধারাবাহিকে ঐশানী পড়াশোনা জানা আজকের দিনের মর্ডান মেয়ে। আর তাঁর স্বামী শংকর একটা একটা পাইস হোটেলের মালিক। বিয়ের পর হোটেলের দায়িত্ব স্বামীর সাথেই নিজের কাঁধে তুলে নেয় ঐশানী। অন্যদিকে স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টায় শংকর। সম্প্রতি ‘হরগৌরী পাইস হোটেল’এর উপর দিয়ে বড় ঝড় গিয়েছে।

ভাস্কর চালাকি করে শঙ্করের থেকে কেড়ে নেয় সমস্ত জায়গা। তারপরই পথে এসে বসে শঙ্কর ও তার পরিবার। যদিও ঐশানীর বুদ্ধিতে তারা রাস্তার ধরে আবারও এক ছোট হোটেল খোলে। যার নাম দিয়েছে ‘আদি হরগৌরী পাইস হোটেল’। আর সেই দোকান রাতারাতি ভাইরাল হয়। অন্যদিকে ভাস্কর তাদের হোটেলকে বার-এ পরিণত করে।

শংকর-ঐশানির স্বপ্ন স্বার্থক

নেশা করার জায়গায় পরিণত হয় ‘হরগৌরী পাইস হোটেল’, যেখানে ভাস্কর জোর করে বাড়ির বউকে নাচতে নামে। তবে এসবের প্রতিবাদ করে আজ আবারও ফিরে পেয়েছে শংকর ও ঐশানি তাদের পুরোনো জায়গা। বর্তমানে আরও নামে হয়েছে সেই হোটেলের। ঐশানি তার নিজের হাতের রান্নায় ভালো পরিচিতি পেয়েছে। তাই মিডিয়া ঐশানিকে কভার করতে চায়।

শংকর-ঐশানীর ভালোবাসায় অভিমানের মেঘ

কিন্তু ঐশানি নিজস্ব পরিচিতি হোক একসময় শংকর চাইলেও বর্তমানে ভাস্কর ও বাড়ি কয়েকজনের কথায় শংকরের খারাপ লাগতে শুরু হয়েছে। মনের মধ্যে ঐশানিকে ঘিরে অভিমান শুরু হয়েছে। তবে কি ঐশানির এই শুভ দিনে পাশে থাকবে না শংকর? নিজের পরিচিতি পেতে গিয়ে এবার কি শংকর আর ঐশানীর ভালোবাসায় অভিমানের মেঘ ঘনিয়ে এল? কিভাবে ঐশানি এবার সামলাবে এই পরিস্থিতিকে?

Back to top button