অনস্ক্রিনের নেপথ্যের বড় চমক ফাঁস! ফ্রক পরে পঞ্চমীর পাশে পুত্র তারক! এই খুদে আসলে ছেলে না মেয়ে?

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘পঞ্চমী’ (Ponchomi)। অন্যান্য গল্পের থেকে একটু অন্যরকম গল্প নিয়ে তৈরী এই ধারাবাহিক। বাস্তব জীবনের থেকে একটু দূরে গিয়ে কাল্পনিক কাহিনীতে মোড়া এই ‘পঞ্চমী’র এই গল্প। উক্ত ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রে অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্ত। যদিও রাজদীপ গুপ্ত ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন অনেকদিন আগে। সম্প্রতি এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন ‘নীলু’ চরিত্র। সে হল পঞ্চমীর ছেলে।
বহু দর্শক এই তারক বা নীলু চরিত্রটিকে পছন্দ করছেন। ‘পঞ্চমী’ ওরফে সুস্মিতা দে-র ছেলে, যে ছেলে রূপে ধারাবাহিকে ধরা দিচ্ছে, আসলে সে কে জানেন? ‘নীলু’ বা ‘তারক’ আসলে ছেলে নয় মেয়ে! শনিবার রাতেই হল সেই রহস্য ফাঁস। আর সেই কোথায় ফাঁস করলেন তাঁর পর্দার মা সুস্মিতা। নায়িকা একটি ছবি ভাগ করে সেই রহস্য ফাঁস করলেন। বাস্তবে সেই তর্কের নাম আয়ুশ্রী মুখোপাধ্যায়! প্রথম শ্রেণির ছাত্রী সেই ছোট্ট খুদে। ছবি দেখে বেশ ধাঁধাঁয় পড়েছিলেন সুস্মিতার দর্শক-অনুরাগীরাও।
উক্ত ছবিতে সুস্মিতার পাশে ছিল আয়ুশ্রী। ছোট্ট তারক রামধনুরঙা পোশাক রয়েছে পরণে। ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে মন্তব্য বাক্সে প্রশ্ন, ‘তারকা ছেলে না মেয়ে’? সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের হইচই, তারক কি ছেলে না মেয়ে? কে এই শিশু শিল্পী? নিজের অভিনয়ের জাদুতে ইতিমধ্যেই সবার মন কেড়েছে পঞ্চমীর মিষ্টি পুত্র এই তারক। খোঁজ নিয়ে জানা যায় তারকের আসল নাম আয়ুশ্রী মুখোপাধ্যায়! সুস্মিতা জানায়, ‘রূপটানের পরে ওকে দেখে বোঝার উপায় নেই, ও ছেলে না মেয়ে! এখন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি’।
তিনিও বেশ অবাকই হয়েছিলেন প্রথমে। মেয়ে ছেলে সাজছে। অবাক হয়েছিলেন সুস্মিতাও।নায়িকার কথায়, ‘মজা পেয়েছিলাম। আর রূপটানের পরে দেখলাম, ওকে দেখে বোঝার উপায় নেই, ও ছেলে না মেয়ে! এখন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি।’ আয়ুশ্রী কি ছেলেদের মতোই ডানপিটে? জানতে চাইতেই সুস্মিতার দাবি, ‘খুব লক্ষ্মী। দ্রুত সংলাপ মুখস্থ করে। অবসরে খেলে আমার সঙ্গে। আমরা রিলস বানাই। পড়াশোনাও করে।’
শিশুশিল্পীর মা তিতলি মুখোপাধ্যায় জানায়, ‘‘মেয়ে নারীচরিত্রে অভিনয় করলে সে রকম কিছু তো করার থাকে না। নিজের ভূমিকাতেই নিজে অভিনয় করবে। কিন্তু মেয়ে একজন ছেলের ভূমিকায় অভিনয় করবে মানেই তার অভিনয়ের সুযোগ রয়েছে। যথেষ্ট চ্যালেঞ্জিং। আমার বেশ লেগেছিল।’’ তিনি আরও জানিয়েছেন, আয়ুশ্রীর বাবা অর্ঘ্য মুখোপাধ্যায় বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ডের সদস্য। তিনি একজন গায়ক। অভিনেত্রী মানালি দে সংগঠনের সভাপতি বলে জানা গিয়েছে। আয়ুশ্রী ‘দিদি নম্বর ১’ জয়ী।
View this post on Instagram