বিরাট দুঃসংবাদ! এই বছর আর মহালয়া সম্প্রচার করছে না এই জনপ্রিয় চ্যানেল

বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আসন্ন। এটি এমন এক উৎসব যার জন্য গোটা বছর বাঙালি উত্তেজিত থাকে। এই পাঁচটা দিন আনন্দ থাকে বাঁধভাঙা। আসলে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর বলাই বাহুল্য যে মহালয়া থেকেই এই দুর্গা উৎসবের শুরু হয়ে যায়।
পিতৃপক্ষের অবসানে সূচনা হয় মাতৃপক্ষের। আর এই বিশেষ দিনের সকালে অনেকেই বিছানায় শুয়ে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ শুনে নিজের দিন শুরু করেন। আবার অনেকেই টিভিতে মহালয়া দেখেন। সেই দূরদর্শনের সময় থেকে এখনও পর্যন্ত প্রতি বছর টেলিভিশনের পর্দায় মা দুর্গা হয়ে আসেন বিভিন্ন অভিনেত্রী। আর তাদের পর্দায় দেখতে পছন্দ করেন দর্শকরা।
এই যেমন জানা গেছে এই বছর স্টার জলসার পর্দায় মহালয়া পরিচালনা করবে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফ্লিমস। আর এই বছর জলসার পর্দায় দেবী দুর্গা হয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এমনকি জানা গেছে, জি বাংলার পর্দায় এই বছর দেবীরূপে ধরা দিতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এর আগে এই চ্যানেলেই রানী রাসমণি রূপে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
তা এই বছর কালার্স বাংলার পর্দায় দেবী রূপে আসছেন কে?
উল্লেখ্য, গতবছরে কালার্স বাংলায় দেবী দশ মহাবিদ্যা হয়ে আবির্ভূত হন টলিউডের জনপ্রিয়তম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বড় পর্দায় বিভিন্ন সময় নারীশক্তির প্রতিষ্ঠা করলেও ছোটপর্দা সেইভাবে পায়নি অভিনেত্রীকে। আর তাই গত বছর কালার্স বাংলায় দেবী দশমহাবিদ্যা রূপে ধরা দিয়ে ছিলেন তিনি। গত বছর প্রথমবারের মতো ঋতুপর্ণা সেনগুপ্তকে দুর্গারূপে দেখা গিয়েছিল। আর তার আগের বছর বছর ওই চ্যানেলে দেবী দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিককে।
তবে জানা গেছে এই বছর নাকি মহালয়ার আয়োজন করছে না চ্যানেল কালার্স বাংলা। ইতিমধ্যেই নাকি চ্যানেলে তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি কালার্স বাংলায় দেখানো হবে না মহালয়া? এই বিষয়ে জানা গেছে, পূর্বের কোনও একটি মহালয়া হয়তো এই বছর সম্প্রচার করা হবে কিন্তু নতুন করে এই বছর আর কোনও মহালয়া তৈরী করা হবে না।