বাংলা সিনেমায় কাজ করে টাকার পাহাড়! নুসরত-কোয়েল-শুভশ্রীরা এক একজন যা পারিশ্রমিক পান তা আপনার সারাজীবনের সঞ্চয়!

দর্শকদের সামনে এক একটা গল্প তুলে ধরার জন্য অভিনেতা অভিনেত্রীদের করতে হয় বিরাট পরিশ্রমের। আর সেই পরিশ্রমের এক-এক মিনিটের পারিশ্রমিক সংখ্যায় অনেক। বলিউড হোক বা টলিউড বিনোদন দুনিয়ার তারকা মানেই তাঁদের আকাশছোঁয়া পারিশ্রমিক হবে। বর্তমানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের এখন একটি সিনেমার জন্য পারিশ্রমিক কোটি টাকায় পৌঁছেছে। এক্ষেত্রে পিছিয়ে নেই টলি সুন্দরীরাও। পারিশ্রমিক তাদের লাখে গুনতে হয়।
সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা
বর্তমানে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকারা কে জানেন? শুভশ্রী, কোয়েল নাকি নুসরত- পারিশ্রমিকের নিরিখে টলিপাড়ার কে রয়েছেন ‘নায়িকা নম্বর ওয়ান’এ? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা। প্রথমেই আসি রাইমা সেনের কথায়, ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি টলিউডের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয়। এখন যদিও তাঁকে আর বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখা যায় না। জানা যায়, প্রত্যেক ছবির জন্য রাইমা প্রায় ৭ লাখ টাকা পারিশ্রমিক নেন।
পায়েল সরকার ও পাওলি দাম
পায়েল সরকার – ‘আই লাভ ইউ’ ছবি থেকেই বেশি জনপ্রিয় হয়েছিলেন এই নায়িকা। পায়েল এমন একজন অভিনেত্রী, যিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার সিনেমাতেও অভিনয় করেছেন। ব্যাপক অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পায়েলের একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ১২ লাখ টাকা। পাওলি দাম-রাইমার মতো পাওলিও বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেরও পরিচিত মুখ। তাঁর অভিনয় জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে। জানা যায়, প্রত্যেক সিনেমার জন্য তিনি ১৫ লাখ টাকা করে পারিশ্রমিক নেন।
ঋতুপর্ণা সেনগুপ্ত ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
ঋতুপর্ণা সেনগুপ্ত – নব্বইয়ের দশকে টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন জনপ্রিয় ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে শুধু টলিউড নয়, বলিউডেও চুটিয়ে কাজ করেছেন ঋতুপর্ণা। যদিও বর্তমানে তাঁকে আর তেমন সিনেমা করতে দেখতে পাই না। তবে পারিশ্রমিক কিন্তু এখনও অনেকটাই নেন তিনি। তিনি একটি সিনেমার জন্য এখন ১৫ লাখ টাকা চার্জ করেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় – টলিউডের পাশাপাশি বঙ্গ রাজনীতিতে পরিচিত মুখ হলেন এখন সায়ন্তিকা। বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে দর্শকমহলে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তিনি প্রত্যেক সিনেমার জন্য ১৪ লাখ টাকা করে নেন।
নুসরত জাহান, মিমি চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়
নুসরত জাহান – নুসরতও টলিউড এবং রাজনীতি দুই দুনিয়ারই অংশ। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সাংসদ-অভিনেত্রীর একটি সিনেমার পারিশ্রমিক ২০ লাখ টাকা। মিমি চক্রবর্তী – এই মিষ্টি অভিনেত্রী টলিউডে রাজত্ব করার পর সদ্য ‘পোস্ত’র হিন্দি রিমেক দিয়ে বলিউডেও পা রেখেছেন। বাংলা সিরিয়াল দিয়ে তিনি নিজের কেরিয়ার শুরু করেন। এই মুহূর্তে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন তিনি। জানা যায়, তাঁর পারিশ্রমিক ২২ লাখ টাকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় – তিনিও একজন জনপ্রিয় এবং দর্শকমহলে চর্চিত অভিনেত্রী। পারিশ্রমিকের নিরিখে শ্রাবন্তীও বেশ উপরে। জানা গিয়েছে, এই মুহূর্তে শ্রাবন্তী প্রতি ছবিপিছু ২৩ লাখ টাকা করে নিচ্ছেন।
কোয়েল মল্লিক ও শুভশ্রী গাঙ্গুলী
দুই অভিনেত্রী টলিউডে খুবই জনপ্রিয় নায়িকা। কোয়েল মল্লিক – গত প্রায় আড়াই দশক ধরে টলিউডে তিনি রাজত্ব করছেন। নায়কবর্জিত সিনেমাও একা হাতে টেনে নিয়ে যাওয়ার দম রাখেন তিনি। সেই কারণে কোয়েলের পারিশ্রমিকও বর্তমানে অনেকটা বেড়ে গিয়েছে। শোনা যায়, একটি সিনেমার জন্য ২৫ লাখ টাকা নেন কোয়েল। শুভশ্রী গাঙ্গুলী – হয়তো তাঁর কথা আলাদা করে কিছু বলার নেই। এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট হিরোইন’ বলা হয় শুভশ্রীকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। টিভির পর্দায় রিয়্যালিটি শোয়েও দেখা যাচ্ছে তাঁকে। বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে কেরিয়ার শুরু হলেও বর্তমানে সমস্তরকম সিনেমায় একপ্রকার রাজ্ করেন তিনি। শোনা যায়, এই মুহূর্তে তাঁর পারিশ্রমিক সবথেকে উপরে ২৫-৩০ লাখ টাকা প্রতি ছবি পিছু পারিশ্রমিক নেন শুভশ্রী।